Friday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ৩০ মে, ২০১৮ এ ০৫:৪০ PM

প্রত্যহ জীবনের এক সামাজিক গল্প

কন্টেন্ট: গল্প নয় সত্যি

প্রত্যহ জীবনের এক সামাজিক গল্প গড়ে উঠেছে খোকার পরিবারকে নিয়ে। যেখানে আছে প্রেম, ভালোবাসা, ভাই-বোনের মধ্যে মমত্ব। বাস্তবতা নিয়ে লেখা বইটি পড়লে সাধারণ একটি পরিবারের জীবন সম্পর্কে ধারণা হবে তোমার। মনে হবে তুমিও এই পরিবারের একটি অংশ, পরিবারের সুখ-দুঃখে আবেগ ছুঁয়ে যাবে তোমাকেও!

আড়াই হাজার বছর আগে সক্রেটিস সাফল্যের যে সূত্র শিখিয়ে গিয়েছিলেন তা আজও বিশ্বজুড়ে মানুষকে প্রেরণা জুগিয়ে চলেছে। খুব সহজ কিন্তু দারুণ তাৎপর্যপূর্ণ এই শিক্ষাটি জেনে নাও ছোট্ট একটি গল্পের মাধ্যমে।

সক্রেটিসের প্রজ্ঞার খ্যাতি তখন জগতজোড়া। একবার বহুদূর পাড়ি দিয়ে এক তরুণ এলো সক্রেটিসের কাছে। ক্লান্তিতে দু’চোখ বুজে এসেছে তার। সক্রেটিস সহানুভূতির সাথে জিজ্ঞেস করলেন, “বলো কীভাবে সাহায্য করতে পারি তোমায়?”

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন